ঢাকা | নভেম্বর ২১, ২০২৫ - ১২:৫৩ পূর্বাহ্ন

হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার

  • আপডেট: Thursday, November 20, 2025 - 9:43 pm

সোনালী ডেস্ক: জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে প্রচলিত কূটনৈতিক তৎপরতার পাশাপাশি এবার নতুন আইনি পথে হাঁটার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, পলাতক এই দুইজনকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টার অংশ হিসেবে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার বিষয়টিও এখন সরকারের সক্রিয় ভাবনায় রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সরকারের এই নতুন কৌশলগত অবস্থানের কথা তুলে ধরেন।

সরকারের এই বক্তব্য পলাতক আসামিদের ফেরানোর প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। আইন উপদেষ্টা জানান, দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, “শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথাও ভাবছে সরকার।”

ব্রিফিংয়ে অধ্যাপক আসিফ নজরুল নিশ্চিত করেন যে, শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হচ্ছে। প্রতিবেশী দেশটির কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।”

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। রায় ঘোষণার পর থেকেই দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক ও আইনি চাপ বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার।