ঢাকা | নভেম্বর ২১, ২০২৫ - ১:০৭ পূর্বাহ্ন

জ্ঞানভিত্তিক শিক্ষাই বৈষম্যহীন বাংলাদেশ গড়বে: মিলন

  • আপডেট: Thursday, November 20, 2025 - 9:06 pm

স্টাফ রিপোর্টার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন বলেছেন,“একটি জাতির অগ্রগতির মূল শক্তি হলো তার দক্ষ, সুশিক্ষিত ও সচেতন তরুণ প্রজন্ম। বিশ্ব যখন দ্রুত প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে, তখন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণদের সর্বাধুনিক জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তুলতে হবে। চাহিদা ভিত্তিক শিক্ষা ও পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ কারিকুলাম বাস্তবায়ন ছাড়া কোনো দেশ দীর্ঘমেয়াদে সমৃদ্ধ হতে পারে না। বর্তমান সময়ের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে তরুণ প্রজন্মকে গবেষণা, পাঠচর্চা ও মুক্তচিন্তার অনুশীলনের দিকে আরও বেশি মনোযোগী হতে হবে।”

বৃহস্পতিবার কেশরহাট মহিলা কলেজে আয়োজিত ‘আগামীর বাংলাদেশকে জানুন ও পড়ুন’ প্রতিপাদ্যে তরুণ প্রজন্মের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিলন বলেন, আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় টিকে থাকার জন্য তরুণদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি অত্যন্ত জরুরি। বই মানুষকে মুক্তচিন্তার পথে নিয়ে যায়, সঠিক মূল্যবোধ গঠনে সহায়তা করে এবং জাতির ভবিষ্যৎ পথরেখা বুঝতে সক্ষম করে তোলে। তারেক রহমানের রাজনৈতিক দর্শন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিএনপির ভূমিকা সম্পর্কিত বিতরণ করা বইগুলো শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন,“আগামীর বাংলাদেশে তরুণরা হবে জ্ঞান-চেতনায় সমৃদ্ধ, যুক্তিবাদী এবং দেশগঠনের নেতৃত্ব দেওয়ার সক্ষম। আর সেই ভবিষ্যৎ তৈরির জন্য আজ থেকেই পাঠচর্চায় মনোনিবেশ করা প্রয়োজন।”

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বই বিতরণ অনুষ্ঠানের সভাপতি কে. এইচ. রানা শেখের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো, বিএনপির কেশরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।