ঢাকা | নভেম্বর ২০, ২০২৫ - ১১:২৮ অপরাহ্ন

নবাগত প্রশাসকের সাথে রাসিক কর্মকর্তাদের মতবিনিময় সভা

  • আপডেট: Thursday, November 20, 2025 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ড. আ. ন. ম বজলুর রশীদ সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার শুরুতে নবাগত প্রশাসককে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর কর্মকর্তাদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনে সার্বিক কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক ড. আ. ন. ম বজলুর রশীদ বলেন, রাজশাহী সিটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সুন্দর শহর। এই সিটি কর্পোরেশন অনেক কিছুতেই পাইওনিয়র। আপনাদের সকলের পরিশ্রম ও আন্তরিকতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। রাজশাহী সিটি আজকে যেখানে আছে, আগামীকাল যেন তার চেয়ে এগিয়ে থাকে। আগামীর ভালোর জন্যই তো আমরা কাজ করছি।

সভায় তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন জনসেবামূলক প্রতিষ্ঠান। জনগণের সন্তুষ্টির জন্যই যথাযথভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের অনেক অর্জন রয়েছে। এই অর্জন ধরে রেখে রাজশাহী সিটিকে পৃথিবীর অন্যতম একটি সিটিতে পরিণত করতে যথাযথভাবে কাজ করে যেতে হবে। সভায় রাসিক প্রশাসক মহোদয় রাজশাহী সিটির চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজ, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, ছায়াযুক্ত বৃক্ষরোপণ, পরিবেশ উন্নয়নসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার। অনুষ্ঠানে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখা প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, রাজশাহী বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী এসোসিয়েশনের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে এসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা ফুল দিয়ে কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও ড. গোলাম মাওলা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিভাগীয় কমিশনার এসোসিয়েশনের ঐতিহ্য, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক ভূমিকা তুলে ধরে বলেন, রাজশাহী এসোসিয়েশন ঐতিহ্যের ধারক কিন্তু আমাদের লক্ষ্য শুধু অতীতের গৌরব নয়, রাজশাহীর উন্নয়নকে সামনে এগিয়ে নেয়া। রাজশাহী এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৮৭২ সালের ২১ জুলাই অলকার মোড়ে। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন দিঘাপতিয়ার রাজা প্রমথনাথ রায়বাহাদুর এবং প্রথম সেক্রেটারি ছিলেন রাজকুমার সরকার ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের বাবা।

প্রতিষ্ঠানটি রাজশাহীর টাউন হল স্থাপন, বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠায় সহযোগিতা, বসন্তকুমার কৃষি ইনস্টিটিউট গঠন ও শহরের বিশুদ্ধ পানি সরবরাহে অগ্রণী ভূমিকা রেখেছে। সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রেও এটি ছিল এক সমৃদ্ধ কেন্দ্র। ১৮৯২ সালে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধ পাঠ করেন এবং ১৯২৮ সালে নজরুল ইসলাম বক্তব্য প্রদান করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে এসোসিয়েশনের নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়নে বিভাগীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম বজলুর রশীদ ১৮ নভেম্বর ২০২৫ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।