ঢাকা | নভেম্বর ২১, ২০২৫ - ২:১০ পূর্বাহ্ন

নগরীতে মিনুর পক্ষে নির্বাচনি প্রচারণায় শ্রমিকদল নেতৃবৃন্দ

  • আপডেট: Thursday, November 20, 2025 - 9:46 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে শ্রমিকদলের উদ্যোগে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও রাজশাহী-২ আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে প্রচারণা চালানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর ১৩ নং ওয়ার্ডে হেতেম খা ছোট মসজিদের সামনে থেকে এ কার্যক্রম শুরু করেন নেতৃবৃন্দ। পরে ওয়ার্ডে বিভিন্ন মহল্লায় শ্রমিকদল নেতারা লিফলেট বিতরণ করেন।সেইসাথে সারাদশের মধ্যে রাজশাহীকে উন্নয়নের শিখরে পৌছাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী-২ আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমানকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রঞ্জু, রাজশাহী মহানগর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজ্জাদ, রাজশাহী জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরশাদ আলী পল্টু, সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি মাহফুজুর রহমান স্বপন ও নেসকো বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান প্রমুখ।