নগরীতে ডিবির অভিযানে গাজাসহ নারী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি শেফালী বেওয়া (৬০) নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মৃত আ: খালেক শেখের স্ত্রী। গত বুধবার রাত ১টায় পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিল তত্বাবধানে এসআই রিয়াজ আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বারো রাস্তার মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শেফালী বেওয়া তার বাড়িতে গাঁজা বিক্রি করছে।
ডিবি পুলিশের ঐ টিম প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আসামি শেফালী বেওয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, বিক্রির উদ্দেশ্যে সে গাঁজা নিজের কাছে রেখেছিল এবং সে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রিমা থানায় মামলা করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন ও অন্যান্য মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











