ঢাকা | নভেম্বর ২০, ২০২৫ - ১:৩৭ পূর্বাহ্ন

তানোরে অধ্যক্ষ আতাউর রহমানকে বিদায় সংবর্ধনা

  • আপডেট: Wednesday, November 19, 2025 - 9:00 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আতাউর রহমানকে জমকালো আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত মঙ্গলবার সকালে কলেজ চত্বরে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। কলেজের সভাপতি ও কোয়েল হাট কলেজের অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে ও মোহনপুর বসন্ত কেদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজ উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।