ঢাকা | নভেম্বর ২০, ২০২৫ - ১:০৫ পূর্বাহ্ন

চন্দ্রিমা থানার অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, November 19, 2025 - 9:43 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ১১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম সাব্বির হোসেন (২৭)। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাঁচামারা গ্রামের ইমান মাতবরের ছেলে। বর্তমানে সে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার ভাড়া বাসায় বসবাস করছিল।

ঘটনাসূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত পোনে ১টায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ আরজুনের তত্ত্বাবধানে এসআই আসাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল পদ্মা আবাসিক এলাকার রাজ্জাকের মোড়ে দায়িত্ব পালন করছিলেন।

এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, পদ্মা আবাসিক এলাকার একটি বাসায় ইয়াবা বিক্রি চলছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাব্বির হোসেনকে ধাওয়া করে ঘটনাস্থলেই আটক করা হয়।

পরে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের ফয়েল পেপার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করত: বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।