ঢাকা | নভেম্বর ২০, ২০২৫ - ২:৫২ পূর্বাহ্ন

নিয়ামতপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

  • আপডেট: Wednesday, November 19, 2025 - 9:00 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ৪৬-নওগাঁ-১ আসনে (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) বিএনপি ঘোষিত প্রার্থীর প্রাথমিক মনোনয়ন বাতিল করে ৩ বারের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ছালেক চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে মশাল মিছিল বের করেছে নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

গত মঙ্গলবার সন্ধ্যার পর মশাল মিছিলটি নিয়ামতপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ দাবি জানান তারা। বিএনপি ঘোষিত প্রার্থী নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণার পর থেকেই এমন দাবি জানিয়ে আসছেন তারা। অপরদিকে ত্রয়োদশ নির্বাচনের জন্য ঘোষিত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান দলের নেতা-কর্মীদের নিয়ে জনসংযোগ শুরু করেছেন পথ, ঘাট, প্রান্তর ও বাড়ি বাড়ি। উল্লেখ্য, দ্বাদশ নির্বাচনে বিএনপির হাইকমান্ড ধানের শীষের প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দেন।

এরপর পোস্টার প্রচারণা সবই শুরু করেন তিনি। এর কিছুদিন পর মোস্তাফিজুর রহমানের প্রার্থীতা বাতিল করে ডাক্তার ছালেক চৌধুরীকে মনোনয়ন দেন দলের নীতি নির্ধারকরা। মনোনয়ন পেয়ে ডাক্তার ছালেক চৌধুরী পোস্টার টাংগানোসহ জনসংযোগ শুরু করে ভোট প্রার্থনা শুরু করেন। এর কয়েকদিন পরই বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ধানের শীষের প্রার্থীতা ফিরে পেয়ে আবারো বিএনপির প্রার্থী হয়ে ভোট প্রার্থনাসহ জনসংযোগ শুরু করেন মোস্তাফিজুর রহমান। ওই নির্বাচনে তিনি ১ লাখ ৪২ হাজার ভোট পেয়ে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নিকট পরাজিত হন।