মোহনপুরে বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে সভা
ভ্রাম্যমাণ প্রতিনিধি: গতকাল মঙ্গলবার মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত জোবাইদা সুলতানা।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, মোহনপুর তামিরুল মিল্লাত হাসানিয়া মাদ্রাসার অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদের ,সহ সকল দপ্তরের কর্মকর্তা ,এনজিও প্রতিনিধি ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উক্ত দিনে সকলের উপস্থিতি ও যথাযথ মর্যাদায় দিনটি উদযাপনের জন্য আহ্বান জানানো হয়।











