ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ১১:৩০ অপরাহ্ন

রাবিতে সমাবর্তন কোর-কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, November 18, 2025 - 9:32 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: আগামী ১৭ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এই সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠিত কোর-কমিটির এক সভা মঙ্গলবার প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সমাবর্তনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রস্তুতির অগ্রগতিতে কমিটি সন্তোষ প্রকাশ করে এবং আশাবাদ ব্যক্ত করে যে সকলের আন্তরিক নিষ্ঠা ও সহযোগিতায় সমাবর্তন সফলভাবে সম্পন্ন হবে। সভায় সমাবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও উপ-কমিটির আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।