ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ১১:৩০ অপরাহ্ন

রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট: Tuesday, November 18, 2025 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের নেতৃত্বে মোটরসাইকেলের একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দাঁড়ীপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট প্রত্যাশা জানাতে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মোহনপুরের বড়াইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার সূচনা হয়। শোভাযাত্রাটি মোহনপুর ও পবা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

এসময় দলটির বিভিন্ন ইউনিট, থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে দাঁড়ীপাল্লা প্রতীকের প্লেকার্ড, ব্যানার ও দলীয় স্লোগান সংবলিত ফেস্টুন ছিল।

এসময় অধ্যাপক কালাম বলেন, ‘রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের উন্নয়ন দীর্ঘদিন ধরে স্থবির। জনগণের প্রকৃত সমস্যা- কৃষি, সেচ, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার ঘাটতি- নির্ভুলভাবে শনাক্ত করে ইশতেহারে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় হলে অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সম্পন্ন করে এ আসনকে দেশের মডেল হিসেবে গড়ে তোলা হবে।’

তিনি আরও দাবি করেন, এ র‌্যালিতে ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে জনগণ পরিবর্তন চায় ও দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, যুব বিভাগ সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।