ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ১১:৫৫ অপরাহ্ন

মোহনপুরে গোয়ালঘর থেকে কৃষকের তিন গরু চুরি

  • আপডেট: Tuesday, November 18, 2025 - 10:00 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কোটালীপাড়া (মণ্ডলপাড়া) গ্রামে বসতবাড়ির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালেই এ ঘটনায় ভুক্তভোগী কৃষক দুলাল হোসেন (৩২) মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, কোটালীপাড়া গ্রামের মৃত আক্কাস আলী মন্ডলের ছেলে দুলাল হোসেন তার একটি গাভী, একটি ষাঁড় ও ছয় মাস বয়সী একটি বকনা বাছুরসহ তিনটি গরু খালা নার্গিসের বসতবাড়ির গোয়ালঘরে রেখে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন।

পরে ১৭ নভেম্বর রাত ১০টা থেকে ১৮ নভেম্বর সকাল ৬টার মধ্যে অজ্ঞাত চোরেরা গোয়ালঘরের দরজা ভেঙে গরুগুলো নিয়ে যায়। সকালে দুলালের মা কাজল বিবি গোয়ালঘরে গিয়ে গরুগুলো না পেয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি দুলালকে জানান। পরে স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন তিনি।

চুরি যাওয়া গরুগুলোর বিবরণ: সাদা-লাল রঙের একটি গাভী, মিশ্র লাল রঙের একটি ষাঁড় ও লাল রঙের ছয় মাস বয়সী একটি বকনা বাছুর। ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা আজাহার (৫৫) ও শরিফা বিবিসহ (৪০) একাধিক ব্যক্তি ঘটনাটি শুনেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছ। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।