ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ১১:৪৮ অপরাহ্ন

বাঘায় ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা স্থাপনের দাবি

  • আপডেট: Tuesday, November 18, 2025 - 10:00 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরবাজারে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আড়ানী পৌরবাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয়দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আড়ানী পৌর জামায়াতে ইসলামীর সভাপতি ও সহকারী অধ্যাপক মনিরুল আজম জিঞ্জুর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্টব্যবসায়ী নওশাদ আলী, আব্দুল আজিজ, আফাজ উদ্দিন, দুলাল উদ্দিন, মুক্তার হোসেন, তানভীর আহমেদ, চাঁদ মিয়া, রাহান আলী, তুহিন আলী, আমিনুল ইসলাম, বাবুল মোল্লা, নুর মোহাম্মদ, নয়নমনি, কবীর হোসেন প্রমুখ।