ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ১১:৫৫ অপরাহ্ন

বাগমারায় নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, November 18, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।

বাগমারা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক এসএমসি সভাপতি প্রভাষক সিরাজুল ইসলাম, এসএমসি এডহক কমিটির সদস্য হাবিবুর রহমান এবং বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নুরুন নাহার ।

অনুষ্ঠানে বক্তাগণ নারীদের জীবনমান উন্নয়নে তারুণ্য নির্ভর, উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণে পলিথিন বর্জন, ডেঙ্গু প্রতিরোধসহ পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। নারী সমাবেশের শুরুতে নিরাপদ মাতৃত্ব, যৌতুক, মাদক, ডেঙ্গু এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।