ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ১১:৪৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি

  • আপডেট: Tuesday, November 18, 2025 - 10:00 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কলেজ কর্মবিরতি কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শহিদ মিনারের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচিতে বক্তব্য রাখেন- নবাবগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক, লুৎফন নাহার লিনা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক আবু রায়হান, আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রভাষক ইউসুফ আলী।

এসময় এই আন্দোলনের সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার ও নবাবগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান।

শিক্ষকরা জানান, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য শিক্ষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারির মুহূর্তে আটকে যাচ্ছে ১২ বছর ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রায় ২৫০০ প্রভাষকের পদোন্নতি। তারা ৩২তম ব্যাচ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি যোগ্যদের সকলের পদোন্নতি চান। তাদের দাবি, সরকার ইচ্ছে করলেই এ পদোন্নতি দিতে পারে। আর ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তারা।