ঢাকা | নভেম্বর ১৯, ২০২৫ - ২:৪৩ পূর্বাহ্ন

কেশরহাটে শ্রমিক ইউনিয়ন শাখা কার্যালয়ের উদ্বোধন

  • আপডেট: Tuesday, November 18, 2025 - 10:00 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন:রাজ-৩৪২৭) কর্তৃক পরিচালিত কেশরহাট শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে কেশরহাট ধান হাট সংলগ্ন নতুন কার্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধন অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলহাজ্ব হোসেন।

এসময় কেশরহাট শাখা কার্যালয়ের সভাপতি মজিদুল ইসলাম, সহ-সভাপতি লিটন, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সহ কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমিক সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আয়োজন করে রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়ন, কেশরহাট শাখা কার্যালয়।