ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ২:০৮ পূর্বাহ্ন

রায়কে স্বাগত জানিয়ে এনসিপি ও রাকসুর মিষ্টি বিতরণ

  • আপডেট: Monday, November 17, 2025 - 10:02 pm

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরীর নেতারা সাহেববাজার জিরোপয়েন্টে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রতিনিধিরা। মিষ্টি বিতরণের সময় এনসিপির নেতাকর্মীরা ‘শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার’ স্লোগান দিতে থাকেন।

এ সময় এনসিপির রাজশাহীর মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রতিনিধিরা। গতকাল সোমবার বিকাল ৫ টার দিকে রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গন, জোহা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

কর্মসূচির বিষয়ে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘খুনি হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। এ রায়ে খুশির জন্য আমরা মিষ্টি বিতরণ করছি। এটা আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে। কিন্তু এটুকুতেই এই আনন্দ প্রকাশ করার মতো না, আরো আনন্দিত আমরা হব তখন, যখন এই রায় বাস্তবায়ন হবে। আমরা চাই ইন্টারপোলের মাধ্যমে হোক বা যেভাবেই হোক খুনি হাসিনাকে নিয়ে এসে যেন ফাঁসির ব্যবস্থা করা হয়। তিনি আরও বলেন, ‘এ রায় অনেক অপেক্ষার রায়। আমরা তো জানি শেখ হাসিনা খুনি। ছোট বাচ্চা থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতাসহ পুরো প্রজন্মের সবাইকে যেভাবে হত্যা করেছে, সব মিলিয়ে এই রায় আসলে সবার জন্য। সেই শহিদদের পরিবারের জন্য এবং আমাদের জন্য আমরা যারা আন্দোলন করেছি। পুরো বাংলাদেশের মানুষদের জন্য।’

এ ব্যাপারে জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‘এই রায় বাংলাদেশের মানুষের দীর্ঘ ১৭ বছরের নিষ্পেষিত জীবনের ফসল। এমন কোনো পরিবার আপনি দেখাতে পারবেন না, আওয়ামী পরিবার পর্যন্ত নির্যাতিত হয়েছে শেখ হাসিনার পেটোয়া বাহিনীর দ্বারা। আমরা চাই অনতিবিলম্বে, যে প্রক্রিয়াতেই থাকুক না কেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করা হোক।’

এদিকে এ রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থকরা আনন্দ মিছিল করেছেন। দুপুরে পুঠিয়া পৌরসভা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুঠিয়া ত্রিমোহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।