ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ২:৫২ পূর্বাহ্ন

রাজশাহীতে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট: Monday, November 17, 2025 - 9:52 pm

স্টাফ রিপোর্টার: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজশাহী কোর্ট একাডেমী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ- এর আয়োজনে পরিষদ সভাপতি অধ্যাপক ওলিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাসানী ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. শফিউর রহমান।

অতিথি ছিলেন অ্যাড. এনামুল হক, নূরুল হক, হোসেন আলী পিয়ারা, মাহফুজুল হাসনাইন হিকোল, জাবেদ আলী, রাসেদ পারভেজ প্রমুখ। সভায় বক্তারা মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর নীতি ও আদর্শ অনুসরণ করে দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।