চাঁপাইনবাবগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২৫ এর।
সোমবার বিকালে নতুন স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস, এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনী খেলায় কারবালা স্কুল অ্যান্ড কলেজ বনাম নবাবগঞ্জ সিটি কলেজ অংশগ্রহণ করে।
খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে নবাবগঞ্জ সিটি কলেজ। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মান্ত্রণালয় অয়োজিত এই টুর্নামেন্টে ১০ কলেজ ফুটবল দল অংশগ্রহণ করছে। অন্য কলেজগুলো হলো, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ, প্রসাদপুর কামিল মাদ্রসা, নবাবগঞ্জ সরকারি কলেজ, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নাচোল সরকারি কলেজ, শংকরবাটি হেফজুল উলুম এফ কে কামিল মাদ্রসা, আলিনগর স্কুল অ্যান্ড কলেজ এবং মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ।











