ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ৫:০৫ পূর্বাহ্ন

জলিল বিশ্বাস পয়েন্ট ব্যবসায়ী ঐক্য ফোরামের নতুন কমিটির পরিচিতি সভা

  • আপডেট: Monday, November 17, 2025 - 9:49 pm

প্রেস বিজ্ঞপ্তি: নগরীর জিরোপয়েন্টে অবস্থিত জলিল বিশ্বাস পয়েন্ট ব্যবসায়ী ঐক্য ফোরামের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ মার্কেটের সামগ্রিক উন্নয়ন, দোকান ও ক্রেতার নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, ভদ্র আচরণ ও নারী ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মার্কেটের প্রবেশদ্বারে বখাটেদের অবস্থানের কারণে নারী ক্রেতারা যে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন এ সমস্যা দূর করার তাগিদও সভায় উঠে আসে।

সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জলিল বিশ্বাস পয়েন্টের চেয়ারম্যান আলী আজম।

বিশেষ অতিথি ছিলেন আইবিডব্লিউএফের রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক সারোয়ার হোসেন, মার্কেট মালিক পক্ষের প্রতিনিধি আরিফুল ইসলাম সম্রাট, রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খাইরুল ইসলাম এবং রাজশাহী ব্যবসায়ী ঐক্যের সহসাধারণ সম্পাদক ইয়াসিন আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেট ব্যবসায়ীরা। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজীব।