গোদাগাড়ী শিবগঞ্জ ও বদলগাছীতে স্কুল ফিডিং কার্যক্রমের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং নওগাঁর বদলগাছীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গোদাগাড়ী প্রতিনিধি জানান, সোমবার দুপুরে গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৫ সালের স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনমুন সুলতানা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শামীমা আরা বেগম। উপজেলা শিক্ষা দপ্তর জানায়, গোদাগাড়ী উপজেলায় মোট ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বছরের ফিডিং কর্মসূচির আওতায় এসেছে। শিক্ষার্থীদের জন্য খাবারের তালিকায় রাখা হয়েছে বিস্কুট, বনরুটি, ডিম, ইউএইচটি দুধ, কলা বা মৌসুমি ফলসহ সহজপাচ্য পুষ্টিকর খাদ্যসামগ্রী। অনুষ্ঠানটি শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। অভিভাবকদের অনেকেই জানান, এ ধরনের কর্মসূচি চালু থাকলে বাচ্চাদের পড়ালেখায় আগ্রহ আরও বাড়বে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন এবং গুণগত মানের শিক্ষা প্রদানের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার সকালে সেলিমাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, উপজেলার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৪ হাজার ৯শ ৭৩ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ কার্যক্রম চলবে ২০২৭ সাল পর্যন্ত। প্রত্যেক শিক্ষার্থীকে সপ্তাহের পাঁচদিন বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম ও ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেয়া হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর কামরুজ্জামান সরদার ও সেলিমাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবা খাতুন প্রমুখ।
বদলগাছী প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলার সকল স্কুলের ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্যদিয়ে গুণগতমানের শিক্ষা ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রি উপস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বলা হয়, এই কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় মোট ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহের পাঁচ দিন ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেয়া হবে। উল্লেখ্য, বদলগাছী উপজেলার ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৫ হাজার ৫১৩ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে।











