ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ১০:২০ পূর্বাহ্ন

লালপুরে নারী ফাঁদ-প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

  • আপডেট: Monday, November 17, 2025 - 9:47 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় প্রতিতা পরিচয়ে নারী প্রলোভনের ফাঁদ পেতে চাঁদা আদায় করছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই তারা এই কৌশলে বিভিন্ন লোককে আটকে রেখে নগদ অর্থ হাতিয়ে আসছিল।

গত রোববার সকাল প্রায় ১০টার দিকে একই পদ্ধতিতে তারা গোপালপুরের কাঠ ব্যবসায়ী হাবিবুর রহমানকে ফাঁদে ফেলে জোরপূর্বক চাঁদা আদায় করে ও তার মোটরসাইকেল জিম্মি করে রাখে। ঘটনাটি জানাজানি হলে লালপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত গোপালপুর বাজার এলাকায় অভিযান চালায়।

এসময় প্রতারক চক্রের মূল হোতা ওয়াহেদ আলী ওরফে সেন্টু (৩১) ও তার সহযোগী মাহমুদ হোসেন শাকিল ওরফে মাবুদ (৩৮) নামের দুজনকে আটক করে পুলিশ। তবে চক্রের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের হেফাজত থেকে ভুক্তভোগী হাবিবুর রহমানের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আটক দু’জনসহ পলাতকদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের হয়েছে ।