ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ৫:০৪ পূর্বাহ্ন

মান্দায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গণসমাবেশ

  • আপডেট: Monday, November 17, 2025 - 9:50 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ফেরিঘাট বাসস্ট্যাণ্ড এলাকায় উপজেলা বিএনপি এ গণসমাবেশের আয়োজন করে। সমাবেশকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। এক সময় ফেরিঘাট বাসস্ট্যাণ্ড এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাবেক বিএনপিনেতা খোরশেদ আলম শিলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, শিক্ষকনেতা নাসির উদ্দিন সরদার ও এরফান আলী মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, মিজানুর রহমান নান্টু এবং ওবাইদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা আব্দুল্লাহেল কাফি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।