ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ৪:০১ পূর্বাহ্ন

দণ্ডিত আসামির বক্তব্য প্রচারে সতর্কতার আহ্বান

  • আপডেট: Monday, November 17, 2025 - 10:21 pm

সোনালী ডেস্ক: দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বক্তব্য সম্প্রচারের বিষয়ে গণমাধ্যমকে সতর্ক থাকতে বলেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করা হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং আইনের পরিপন্থি।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে এনসিএসএ জানায়, প্রচারিত এসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার উপাদান, সহিংসতা ও বিশৃঙ্খলার আহ্বান, এমনকি অপরাধ সংঘটনে প্ররোচনা রয়েছে। এ ধরনের কনটেন্ট প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ বলে সতর্ক করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশের ধারা ৮(২) অনুযায়ী, দেশের অখণ্ডতা, নিরাপত্তা, জনশৃঙ্খলা বা সামাজিক সম্প্রীতিকে বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো ডিজিটাল কনটেন্ট অপসারণ বা ব্লক করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

এছাড়া অধ্যাদেশের ধারা ২৬ (১)–এ বলা হয়েছে, ছদ্ম পরিচয় বা অবৈধ উপায়ে ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতায় উসকানিমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার করা অপরাধ।

ধারা ২৬ (২) অনুসারে এই অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

এনসিএসএ জানায়, তারা দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে সম্মান করে। তবে গণমাধ্যমকে স্মরণ করিয়ে দেয়া হয়—দণ্ডিত বা পলাতক আসামিদের যে কোনো উসকানিমূলক, সহিংসতা–প্রচারণামূলক বা অপরাধমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং জাতীয় নিরাপত্তা রক্ষারও দায়িত্ব।