কেশরহাটে দোকানঘর নিয়ে বিরোধের অভিযোগে জিডি
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর থানায় পারিবারিকভাবে সরকারি সম্পত্তিতে দোকানঘর নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাইদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাইফুল ইসলাম (৫১) নামে এক ব্যক্তি।
জিডি সূত্রে জানা যায়, মোহনপুর থানাধীন কেশরহাট গরুহাটা বাজারে মৃত মোসলেম উদ্দিন প্রাং এর ফার্নিচার/ওয়েল্ডিং (সরকারি জায়গায়) দোকানের সম্পত্তি সমানভাবে ভাগ চাওয়াকে কেন্দ্র করে সাইফুল ইসলামের সঙ্গে তার দুই সৎ ভাই- জামাল হোসেন (৩৮) ও মোজাম্মেল হক (২৮)-এর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, পূর্বে কেশরহাট বণিক সমবায় সমিতি তদন্ত করে রায় প্রদান করে যে, দোকানের সম্পত্তিটি সাইফুল ইসলাম, তার আপন ভাই আব্দুল মজিদ (৪২), মৃত মাহাবুব আলম (৪৮) এর অংশীদারগণ এবং বিবাদীদ্বয়-মোট পাঁচজন সমান ভাগে পাবেন। অভিযোগে আরো বলা হয়, গত শনিবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সাইফুল ইসলাম বণিক সমবায় সমিতির রায় অনুযায়ী নিজের অংশ দাবি করতে দোকানে গেলে তার দুই সৎ ভাই তাকে প্রাণনাশের হুমকি দেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।
অভিযোগ পত্রে ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী গণের নামও উল্লেখ রয়েছে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী বলেন, এটি একটি সাধারণ ডায়েরি। বিষয়টি তদন্তের জন্য বিজ্ঞ আদালতের অনুমতি প্রয়োজন। ইতিমধ্যে মহামান্য আদালতের অনুমতির জন্য আবেদন করা হয়েছে।











