ঢাকা | নভেম্বর ১৭, ২০২৫ - ২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

আইসিবি ইসলামিক ব্যাংকের গ্রাহক সম্মেলন

  • আপডেট: Sunday, November 16, 2025 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেছেন, বেশ কয়েকটি বড় ব্যাংকে তারল্য সঙ্কট যখন চরম পর্যায়ে পৌঁছেছিল তখন গ্রাহকরা আমানত তুলে নেয়ার চেষ্টা করেছিল। এছাড়াও দেশের ৫ টি ব্যাংক একীভূত করা হয়েছে। তাতে গ্রাহকদের মাঝে অস্বস্তি ও ভীতি কাজ করছে।

রোববার সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় গ্রাহক সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এঅবস্থায় বাংলাদেশ ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংকের দায়িত্ব নিয়েছে। এর ফলে বিদেশী ব্যাংকটি নতুন ভাবে কাজ শুরু করেছে এবং ঘুরে দাঁড়িয়েছে। আমরা সেবা পক্ষের মাধ্যমে ব্যাংকটিতে গ্রাহকের আমানত বাড়াবো এবং বিনিয়োগ করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ড. সুমন্ত কুমার সাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শামসুল আরেফীন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ড. একেএম মুহাম্মদ শহিদুর রহমান তরফদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক প্রফেসর ড. শরিফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার পরিচালক কানিজ ফাতেমা এবং আইসিবি ইসলামিক ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী ও খুলনা অঞ্চলের রিজিওনাল প্রধান কামাল হোসেন।

বক্তারা আরও জানান, ১৯৮৭ সালে আল-বারাকা ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা এই ব্যাংক নানা উত্থান-পতনের মধ্য দিয়ে আজ আইসিবি ইসলামিক ব্যাংক হিসেবে আবারও গ্রাহকদের আস্থা অর্জন করেছে। নতুন উদ্যমে যাত্রা শুরু করা এই ব্যাংক সেবাপক্ষ-২০২৫ উপলক্ষে আকর্ষণীয় মুনাফা ও নতুন বিনিয়োগ-আমানত প্রোডাক্ট চালু করেছে। গ্রাহকদের সহযোগিতা ও বিশ্বাস আগামী পথচলায় ব্যাংককে আরও এগিয়ে নেবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ শতাধিক গ্রাহক অংশ নেন।

উল্লেখ্য, ১৯৮৭ সালে আল-বারাকা ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে আজ আইসিবি ইসলামিক ব্যাংক হিসেবে আবারও গ্রাহকদের আস্থা অর্জন করেছে।