রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে দুই পাকিস্তানী প্রফেসর
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষা ও সাহিত্য ইনস্টিটিউটের প্রফেসর বাসিরা আমব্রিন ও ইউনিভার্সিটি অব এডুকেশনের পরিচালক প্রফেসর ওয়াহিদ উর রহমান রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন।
এসময় তাঁরা উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
সাক্ষাতকালে তাঁরা রাবির সাথে তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
এসময় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, উর্দু বিভাগের সভাপতি প্রফেসর মুহাম্মাদ শহীদুল ইসলামসহ বিভাগের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
সফরকারী প্রফেসরবৃন্দ রাবির উর্দু বিভাগও সফর করেন। সেখানে তাঁরা বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দের সাথে নিজ নিজ প্রতিষ্ঠানের কোর্স-কারিকুলাম, গবেষণা ও প্রকাশনাসহ শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।











