ঢাকা | নভেম্বর ১৬, ২০২৫ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ১ম বর্ষ পরীক্ষা আরএমপির গণবিজ্ঞপ্তি

  • আপডেট: Sunday, November 16, 2025 - 10:08 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা নিম্ন বর্ণিত ৩টি পরীক্ষা কেন্দ্রে আগামীকাল ১৮ নভেম্বর হতে ৫ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা উপলক্ষে আগামী ১৮ নভেম্বর ২০২৫ হতে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পরীক্ষা চলকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ও সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোয় প্রদর্শন, মাইকিং, অস্ত্র-শস্ত্র গুলোর, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার এবং উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলোঃ ১। রাজশাহী সরকারি সিটি কলেজ; ২। রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজ এবং ৩। রাজশাহী সরকারি মহিলা কলেজ। আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।