ঢাকা | নভেম্বর ১৭, ২০২৫ - ১:০০ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উত্তাপ: প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

  • আপডেট: Sunday, November 16, 2025 - 10:15 pm

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপি’র প্রার্থী আমিনুল ইসলামকে পরিবর্তনের দাবিতে নাচোলে মনোনয়ন বঞ্চিতদের অনুসারীরা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন।

রোববার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন-এর নেতৃত্বে সকাল ১০টায় নাচোল রেলস্টেশনে রেলপথ অবরোধের সমর্থনে মনোনয়ন বঞ্চিত প্রার্থী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজা হক শুচি, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক রহমান, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ ও আব্দুস সালাম তুহিন এর অনুসারীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য দেন, নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ফতেপুর ইউনিয়ন সভাপতি ডা মিজানুর রহমান ও সেক্রেটারি আব্দুর রহিম, নেজামপুর ইউনিয়ন সেক্রেটারি আফফান আলী, কসবা ইউনিয়ন সেক্রেটারি সুলাইমান আলী ও নাচোল ইউনিয়ন সভাপতি এনামুল হক।

বক্তারা সাবেক এই সংসদ সদস্যের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। নেতাকর্মীদের ক্ষোভের কারণ রেলপথ অবরোধ কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম অতীতে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন এবং সে অনুযায়ী কাজ করেছেন।

তাদের মতে, বর্তমানে তাকে বিএনপি’র প্রার্থী হিসেবে মেনে নেয়া দলের আদর্শ ও স্বার্থের পরিপন্থী। এছাড়া ১৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল এর গণসমাবেশে মনোনয়ন পাওয়া প্রার্থীরা তিন আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সাথে সমন্বয় না করার কারণে কেউ গণসমাবেশে যোগ দেয়নি। উপস্থিত নেতাকর্মীরা দলীয় নেতৃত্বের কাছে দাবি জানান, চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে আমিনুল ইসলামের পরিবর্তে যেন এমন একজন ‘ভালো ও পরীক্ষিত’ নেতাকে মনোনয়ন দেয়া হয়, যিনি দলের জন্য নিবেদিত এবং স্থানীয় রাজনীতিতে ক্লিন ইমেজধারী।

তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা অনেক যোগ্য নেতা এই আসনে আছেন, যাদের মূল্যায়ন করা জরুরি। নির্বাচনের ঠিক আগে দলের অভ্যন্তরীণ কোন্দল ও মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কর্মীদের এমন প্রকাশ্য অবস্থান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি’র নির্বাচনি কৌশলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিক্ষোভ ও দাবি প্রমাণ করে, তৃণমূল পর্যায়ে প্রার্থীর গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, যা দ্রুত সমাধান না হলে নির্বাচনে দলের ঐক্যে ফাটল দেখা দিতে পারে এবং এর ফল বিরূপ হতে পারে।

বিক্ষুব্ধ কর্মীরা আশা করছেন, কেন্দ্রীয় বিএনপি নেতৃত্ব তাদের এই দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত একটি কার্যকর পদক্ষেপ নেবে, যাতে এই আসনটিতে দলের বিজয় নিশ্চিত করা যায়। নাচোল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিএনপি’র মনোনয়ন বঞ্চিত নেতা কর্মীরা রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দিলেও রেলপথ অবরোধ হয়নি। নেতাকর্মীরা রেললাইন এর পাশে অবস্থান নিয়েছিল।