ঢাকা | ডিসেম্বর ৯, ২০২৫ - ১২:০৪ অপরাহ্ন

মহাদেবপুরে কর্মশালা, সাংবাদিকদের ঐক্যের তাগিদ

  • আপডেট: Sunday, November 16, 2025 - 9:59 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশে সাংবাদিকদের ওপর সহিংস আচরণ রেধে সাংবাদিকতার ক্ষেত্রে পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা, কেউ অসম্মানজনক আচরণ না করলে সংবাদ পরিবেশনে দলমত নির্বিশেষে সব পক্ষকে সমান সুযোগ দেয়া, সংবাদ সংগ্রহের সময় তথ্যদাতাকে অসম্মান না করে কৌশলী হওয়া আর প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ দেয়া হয়েছে।

গত শনিবার বিকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে মহাদেবপুর মডেল প্রেসক্লাব, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি ও স্থানীয় পরীক্ষামূলক সাপ্তাহিক মহাদেবপুর দর্পণ পরিবারের আয়োজনে “সহিংসতা এড়িয়ে নিরাপদে সংবাদ সংগ্রহের কৌশল” শীর্ষক তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ তাগিদ দেন। মহাদেবপুরে কর্মরত ১৮ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দৈনিক ইত্তেফাকের মহাদেবপুর প্রতিনিধি ও মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ এবং দৈনিক যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ও মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন এবং মহাদেবপুর দর্পণের প্রকাশক ও বার্তা সংস্থা এফএনএস এর মহাদেবপুর প্রতিনিধি কাজী রওশন জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দৈনিক সংবাদের মহাদেবপুর প্রতিনিধি ও মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিউ, এম, সাঈদ টিটো এতে সভাপতিত্ব করেন।

রিসোর্স পার্সন আজাদুল ইসলাম বাংলা ভাইয়ের সময়কার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ভালো সাংবাদিক হতে হলে আগে ভালো মানুষ হতে হয়। একজন নেতার ২০টি গুণ থাকতে পারে। কিন্তু একজন সাংবাদিকের আরো ১৮টি গুণ থাকতে হবে। সাংবাদিক হতে হলে, জ্ঞানার্জন করতে হবে, মননশীল মানুষ হওয়া দরকার, সৃজনশীল মানুষ হওয়া দরকার। আরো অনেক কিছু অর্জন করতে হয়। কর্মশালার সভাপতি কিউ, এম, সাঈদ টিটো বলেন, মহাদেবপুরে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে মহাদেবপুর মডেল প্রেসক্লাব, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি আর মহাদেবপুর দর্পণ পরিবার সরাসরি অংশ গ্রহণ করেছে।

এসব সংগঠনের কার্যালয় থেকেই মহাদেবপুরে আন্দোলন পরিচালনা করা হয়েছে। ৫ আগস্টের পর এখানকার সাংবাদিকতার মানোন্নয়ন হয়েছে। সাংবাদিকতার নামে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এখন আমাদেরকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা চাঁদাবাজিতে লিপ্ত ছিল, যারা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার বাদি অথবা প্রত্যক্ষ সহযোগী তাদের বাদ দিয়ে প্রকৃত সাংবাদিকদের এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি।