নির্বাচন প্রশ্নে কোন আপস নয়, বললেন মিনাজুর রহমান মিনু
স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। কারণ একটি দল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা ধর্মের নামে মিথ্যাচার করছে। তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে। এ অবস্থা থেকে সাধারণ মানুষকে ফেরাতে দ্রুত নির্বাচনি মাঠে নামতে হবে। নির্বাচন প্রশ্নে কোন আপস নয়।
রাজশাহী সদর আসন-২ এর প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর পক্ষে পরিচালনা এবং প্রচারণা কমিটি গঠন করার লক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় রানীবাজাস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মিনু আরো বলেন, সদর আসনের ৩০টি ওয়ার্ডে শক্ত নির্বাচনি কমিটি গঠন করতে হবে। সেই সাথে মিডিয়া ও প্রচারণা কমিটিসহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল কমিটি দ্রুততার সাথে করার তাগিদ দেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি একটি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। এই দলের মধ্যে কোন প্রকার দ্বন্দ্ব নেই। ধানের শীষ প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। এই দলে প্রতিযোগিতা রয়েছে। কিন্তু কোন প্রতিহিংসা নাই। এজন্য যে যেখানে গেলে কোন প্রশ্ন থাকবে না তাকে সেখানেই কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। সেই সাথে রাজশাহী মহানগর বিএনপিকে সব থেকে বেশি দায়িত্ব নেয়ার অনুরোধ করেন মিনু।
তিনি বলেন, রাজশাহী হচ্ছে বিএনপির ঘাটি। আর রাজশাহী সদর আসন দেশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। এ কারণে কোন ছাড় দেয়া থেকে বিরত থাকতে উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান। সেই সাথে আজকে থেকে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে যেয়ে নির্বাচনি প্রচারণা শুরু করার পরামর্শ দেন মিনু।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের সবার পরামর্শ শোনেন এবং সেই মোতাবেক নির্বাচনি কাজ করার আশ্বাস প্রদান করেন এবং ভোটের মাধ্যমেই ধানের শীষকে বিজয়ী করবেন বলে প্রতিশ্রুতি দেন তারা। রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু।











