ঢাকা | নভেম্বর ১৭, ২০২৫ - ৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব নিয়ে গোলটেবিল বৈঠক

  • আপডেট: Sunday, November 16, 2025 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: রোববার একটি হোটেলে “নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব: বাস্তবতা ও করণীয়” শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত নাগরিক কমিটি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

এসময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষাক্ষেত্রে সমতা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা নিশ্চিত করা জরুরি। বক্তারা আরও জানান, নারীর অগ্রযাত্রায় কর্মক্ষেত্রে যৌন হয়রানি, আর্থিক নিয়ন্ত্রণের অভাব, কাঠামোগত বৈষম্য ও পারিবারিক দায়িত্ব এখনও বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং আর্থিক স্বাবলম্বিতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন।

বক্তারা বলেন, তৈরি পোশাক, কৃষি, গৃহকর্ম, চা-বাগান, নির্মাণ, সেবা খাতসহ দেশের অর্থনীতির প্রায় সব গুরুত্বপূর্ণ খাতেই নারীরা নিরলসভাবে কাজ করছেন। কিন্তু মজুরি বৈষম্য, পদোন্নতির সুযোগ কম পাওয়া, নিরাপত্তা সঙ্কট এসব সমস্যা এখনও রয়ে গেছে। রাজনৈতিক অঙ্গনেও সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর অংশগ্রহণ সীমিত হলেও জাতীয় মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্রগঠনে নারীর ভূমিকা অনন্য।

সামাজিক ক্ষেত্রেও নারীর শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সেবামূলক কাজে অবদান উল্লেখযোগ্য হলেও অনেক ক্ষেত্রে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তারা পিছিয়ে। বক্তারা মনে করেন, দেশের টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। নারীর ক্ষমতায়নে কর্মমুখী প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলী, মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদা হাবীবা প্রমুখ। গোলটেবিল বৈঠকের আলোচনার সমাপ্তিতে বক্তারা নারীর সার্বিক ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক দলগুলোকে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ নেয়ার আহ্বান জানান।