ঢাকা | নভেম্বর ১৫, ২০২৫ - ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে জামায়াত প্রার্থীর শোডাউন

  • আপডেট: Saturday, November 15, 2025 - 9:46 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহানগরী শাখার নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলের নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন দিয়েছেন।

শনিবার সকালে নেতাকর্মীদের নিয়ে এই শোডাউন দেন তিনি। সকাল ১০টায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল বাইপাস রোড এলাকা থেকে এ শোভাযাত্রাটি শুরু হয়। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নগরবাসীকে শুভেচ্ছা জানান। আর তার পেছনে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা। তাদের হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড। শোডাউন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর দরগাপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে শোডাউন শেষ হয়।

চারঘাটে শোভাযাত্রা
চারঘাট প্রতিনিধি জানান, রাজশাহী-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের নেতৃত্বে মোটরসাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠ হতে সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চারঘাট-বাঘা দুই উপজেলার প্রধান প্রধান রাস্তা, বাজার, ঐতিহাসিক জন গুরুত্বপূর্ন স্থান প্রদিক্ষণ করে হাজার হাজার মোটরসাইকেল। এসময় দাঁড়িপাল্লার কর্মী, সমর্থক, ভোটারসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারন জনগণের মধ্য উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

জামায়াতের এম.পি. প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে দুই হাত তুলে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন। চারঘাট-বাঘা আসনের জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে, সে সকল সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জামায়াতের এই আসনের ইশতেহার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।

শোভা যাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ মইনুল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম মর্তুজা, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ কামারুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃমোঃ শফিকুল ইসলাম, রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি মোঃ রুবেল আলী, বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ জিন্নাত আলী, বাঘা উপজেলা আমীর মোঃ আব্দুল্লাহ আল মামুন নুহু, চারঘাট উপজেলা আমীর মাষ্টার মোঃ আবুল কালাম আজাদসহ দুই উপজেলা জামায়াতের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ ও শূরা সদস্য গণ, পৌরসভা/ইউনিয়ন আমীর, সভাপতি, সেক্রেটারি, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি, সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, সেক্রেটারি বৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।