ঢাকা | নভেম্বর ১৫, ২০২৫ - ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

শহিদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, রাজশাহীতে জামায়াতের হুশিয়ারি

  • আপডেট: Friday, November 14, 2025 - 9:50 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদের বাস্তবায়ন, ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরীর গনক পাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গনকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্রি মোড় দিয়ে সাহেব বাজার হয়ে আবারও গনকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী সরকার দেশের মানুষ দেখতে চায় না। তাই জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যেমে দেশে বিপ্লব পরবর্তী মানুষের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। গণ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পি আর পদ্ধতির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এক দলীয় শাসনব্যাবস্থা বিলুপ্ত করতে ও স্বৈরশাসনের পথ রুদ্ধ করতে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।

বক্তারা অর্ন্তবর্তী সরকারের উদ্দেশে বলেন, কারো প্ররচনায় পড়ে ছাত্র-জনতার আত্মত্যাগকে ভুলে যাবেন না। তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। যারা এই দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাই, তারা জুলাই সনদের বাস্তবায়ন চাই না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাই নির্বাচন সময় আসলেই ধর্মীয় লেবাজ ধরে। তারা জেনে গেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে তাই এখন তারা মসজিদে হামলা করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।