ঢাকা | নভেম্বর ১৪, ২০২৫ - ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম

রাবিতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

  • আপডেট: Friday, November 14, 2025 - 9:47 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সাইন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর সাইদুর রহমান। এতে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নাসিমা আখতারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সম্মেলনের সচিব প্রফেসর রেজাউল করিম (পরিসংখ্যান বিভাগ)।

সম্মেলনের প্রথম দিনে ৩ জন বিশিষ্ট বিজ্ঞানী বিমক সদস্য প্রফেসর সাইদুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ও অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস শাহজাহান খান এবং রাবি পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর এমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম কী-নোট বক্তৃতা দেন। সম্মেলনের দ্বিতীয় দিনে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রফেসর আব্দুর রশিদ কী-নোট বক্তৃতা দিবেন বলে নির্ধারিত আছে। ‎‎‎‎‎উল্লেখ্য, বিজ্ঞান অনুষদের আয়োজনে এটি দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। প্রথম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয়।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিওসায়েন্সেস ফর অ্যাচিভিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। রাবির ভূ-বিজ্ঞান অনুষদ এই সম্মেলনের আয়োজন করেছে। সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। ভূ-বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর এ এইচ এম সেলিম রেজার সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের সচিব প্রফেসর মো. মিজানুর রহমান (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ)। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাইকেল এস স্টেকলার সম্মেলনে কী-নোট বক্তৃতা দেন।