ঢাকা | ডিসেম্বর ১০, ২০২৫ - ৮:১০ অপরাহ্ন

নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ২৪ জন

  • আপডেট: Friday, November 14, 2025 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ মোট ২৪ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২২ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১৩ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মেহেদী হাসান (২৬) ও হোসাইন (২৪)। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী রাজশাহী জেলার মোহনপুর থানার আবু বক্কর ছিদ্দিক এর ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের সদস্য হোসাইন সিরাজগঞ্জের বেলকুচি থানার মৃত আবু বক্কর এর ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।