ঢাকা | নভেম্বর ১৪, ২০২৫ - ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম

তরুণ দলের আলোচনা সভা

  • আপডেট: Friday, November 14, 2025 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: শুক্রবার নগরীর আলুপট্টিতে জেলা তরুণ দল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন। আলোচনা সভার পর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোয়ালিয়া মোড়ে জেলা তরুণ দলের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সমাপনী বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তরুণ দল রাজশাহী জেলা শাখার সভাপতি গোলাম মোর্তুজা মাসুম।

পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগের তরুণ দলের সাংগঠনিক সম্পাদক সাহিফুল ইসলাম সুমন, জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মানাজির আহসান, দপ্তর সম্পাদক হাতেম আলী।