ঢাকা | নভেম্বর ১৫, ২০২৫ - ২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

সোনালী ব্যাংক রাজশাহীর অবসরপ্রাপ্ত ডিজিএম শিরীন সুলতানার ইন্তেকাল

  • আপডেট: Friday, November 14, 2025 - 9:19 pm

প্রেস বিজ্ঞপ্তি: সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, রাজশাহীর অবসরপ্রাপ্ত ডিজিএম শিরীন সুলতানা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)।

গত বৃহস্পতিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমার জানাজার নামাজ গতকাল শুক্রবার বাদ আসর মহিষবাথান গোরস্থানে অনুষ্ঠিত হয়।

মরহুমার পরিবারের পক্ষ হতে তাঁর স্বামী ডা. মনিরুল হক জানাজায় উপস্থিত শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, মরহুমা শিরীন সুলাতানা রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিভাগ হতে স্নাতকোত্তর শেষে ১৯৮০ সালে সোনালী ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেন এবং ২০১৫ সালে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত নির্বাহী ফোরাম, রাজশাহী বিভাগীয় ইউনিটের সদস্য সচিব, সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি রাজশাহীর অন্যতম উপদেষ্টা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সংগে জড়িত ছিলেন।

মরহুমা শিরীন সুলতানার মৃত্যুতে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত নির্বাহী ফোরাম রাজশাহী বিভাগীয় ইউনিটের সমন্বয়কারী আ ফ ম আলী আসগার, সদস্য আব্দুস সামাদ, মনোয়ার হোসেন সেলিম এবং সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আশরাফুল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ওসমান গনি, সহ-সভাপতি মনোয়ার হোসেন সেলিম গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

সোনালী/জগদীশ রবিদাস