রাণীনগরে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে ঐতিহাসিক রক্তদহ বিলের পাখি পল্লীর ঝাউতলাতে এর উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা বেগমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, সমবায় অফিসার জাফরুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলম, উপজেলা পরিষদের সিএ আনছার আলী প্রমুখ। এই মেলায় প্রায় ১০টি স্টল অংশগ্রহণ করেন। মেলা উপলক্ষে পাখি পল্লী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।










