ঢাকা | নভেম্বর ১৪, ২০২৫ - ১২:০৮ পূর্বাহ্ন

রাজশাহী নগরীতে আ’লীগ-যুবলীগের ৩ জনসহ গ্রেপ্তার ২৬ জন

  • আপডেট: Thursday, November 13, 2025 - 10:04 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ ও যুবলীগের ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আ’লীগ ও যুবলীগের ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন অহিদুল ইসলাম (৪৪), মুক্তার হোসেন (৪২) এবং মো: আলমগীর (৩২)। বাগমারা থানার ১১ নং গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অহিদুল রাজশাহীর বাগমারা থানার তাহির একডালা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।

রাজশাহী জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মুক্তার রাজশাহীর চারঘাট থানার মল্লিক মাড়িয়া এলাকার মৃত: ওমর আলীর ছেলে এবং ১৮নং ওয়ার্ড যুবলীগের সহ- সাংগঠনিক সম্পাদক আলমগীর রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবান তুনপাড়া পদ্মপুকুর এলাকার সমীরউদ্দিন এর ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।