ঢাকা | নভেম্বর ১৪, ২০২৫ - ১২:০৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ডায়াবেটিস দিবস পালিত

  • আপডেট: Thursday, November 13, 2025 - 8:59 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।

বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করে রাজশাহী সিভিল সার্জন অফিস ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি।

দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় সকাল ৯টায় সিভিল সার্জন অফিসের সামনে ‘কর্মস্থলে ডায়াবেটিস সম্পর্কে জানুন এবং কাজ করুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে।

র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, ব্র্যাকের কর্মকর্তা ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম।

ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন বয়সের প্রতি দশজনে একজন এই রোগে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সচেতনতা ও সময়মতো চিকিৎসা গ্রহণ। মানুষ যদি নিয়মিতভাবে নিজের স্বাস্থ্য পরীক্ষা করে এবং জীবনযাপনে কিছু ইতিবাচক পরিবর্তন আনে, তবে এই রোগ অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক আবুল বাসার এর সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে বক্তব্য রাখেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন ও বাংলাদেশ ডাইবেটিস অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ডা. আব্দুর রব সিদ্দিকী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম, মেডিকেল অফিসার ডা. তামান্না কবির, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মাসুদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ডায়াবেটিস এখন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। সঠিক জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই রোগ প্রতিরোধের কার্যকর উপায়। বক্তারা আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হলে পরিবার ও সমাজ পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।