ঢাকা | নভেম্বর ১৪, ২০২৫ - ১২:১০ পূর্বাহ্ন

জামায়াত প্রার্থীর প্রচারে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

  • আপডেট: Thursday, November 13, 2025 - 9:19 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহিনুর আলমের নির্বাচনি প্রচারণার সময় মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

গত বুধবার সন্ধ্যার পর সদর উপজেলার বহুলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম বহুলী নতুনপাড়ার আব্দুল আজিজের স্ত্রী। এ সময় তাহমিনা খাতুন নামে আরও এক নারী আহত হয়েছেন।

নিহতের মেয়ের জামাই পাপ্পু মণ্ডল বলেন, খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের প্রার্থী শাহিনুর আলম বৈঠক শেষে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। এ সময় মনোয়ারা বেগম ও তাহমিনা খাতুন সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। গাড়িবহরের পেছনে থাকা এক জামায়াত কর্মী দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন; কিন্তু রাস্তা খারাপ হওয়ায় সাইড দেয়ার সময় মোটরসাইকেলটি মনোয়ারা ও তাহমিনাকে ধাক্কা দেয়।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়ার পথে মনোয়ারার মৃত্যু হয়। এ বিষয়ে সিরাজগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে ওই নারীর জানাজা ও দাফন হয়েছে। আমাদের স্থানীয় নেতাকর্মীরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। এদিকে এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।