ঢাকা | নভেম্বর ১৪, ২০২৫ - ১২:৩৭ পূর্বাহ্ন

আত্রাইয়ে আগুনে তিন দোকান ভস্মীভূত: পৌনে এক কোটি টাকার ক্ষতি

  • আপডেট: Thursday, November 13, 2025 - 8:52 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আগুনে পার্টসের, ভাঙ্গারী ও কাঁচামালের তিন দোকান ভস্মীভূত হয়েছে। এতে তিন দোকান মিলে প্রায় পৌনে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

গত বুধবার রাত অনুমান পৌনে ৯টায় আত্রাই রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

ভাঙ্গারী দোকান মালিক গোলাম হোসেন জানান, সারাদিন দোকানে কিনা-বেচা শেষে সন্ধার পর বাড়িতে চলে যান। এর পর রাত অনুমান পৌনে ৯টা নাগাদ জানতে পারেন দোকানে আগুন ধরেছে। সাথে সাথে ছুটে আসেন। আগুনে তার প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এই ব্যবসায়ী। তিনি আরো বলেন, সম্ভবত মোস্তফার পার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখান থেকে আশে পাশে দোকানে আগুন ছড়িয়ে পরে।

অটো ভ্যান-সাইকেলের পার্টসের দোকান মালিক মোস্তফা জানান, কোথা থেকে কিভাবে আগুন ধরেছে তা বলা যাচ্ছে না। তবে নাশকতার অংশ হিসেবে কেউ আগুন ধরে দিতে পারে বলে ধারণা করছেন তিনি। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন এই ব্যবসায়ী।

এ ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানান তিনি। কাঁচামাল ব্যবসায়ী মাসুদ রানা বলেন, আগুনের খবর পেয়ে দোকানে ছুটে আসেন। এসময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আত্রাই ফায়ার সার্ভিস স্টেশন লিডার নেকবর আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে সেখানে ছুটে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তিনি প্রাথমিকভাবে ধারণা করে বলেন, হয়তো বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়া প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখে যদি নাশকতার কোন সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।