ঢাকা | নভেম্বর ১৪, ২০২৫ - ৩:০০ পূর্বাহ্ন

শিবগঞ্জে অলিম্পিয়াড-বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • আপডেট: Thursday, November 13, 2025 - 9:39 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বাইসাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ৭১টি বাইসাইকেল, ২৫১ জনকে সনদপত্র ও স্কুল ব্যাগ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। একই সঙ্গে অসহায় ২৭ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ২২ নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন দেয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে মেধাবী শিক্ষার্থীরা অবদান রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। পরে অলিম্পিয়াড ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে কুশল বিনিময় করে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে উপজেলা প্রশাসন জানায়, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৫৯৭ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ২ হাজারের বেশি শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ইসলামিক জ্ঞান ও পরিবেশ বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। পাশাপাশি ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সম্প্রতি বির্তক প্রতিযোগিতার তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করে যথাক্রমে রয়েল স্কুল অ্যান্ড কলেজ ও কানসাট উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ন হয়েছে কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ও রানার আপ হয়েছে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। এ আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। তারা জানায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে একযোগে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তাদের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হয়। অভিভাবকরা জানায়, অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহী করবে বিশেষ করে তাদের গাণিতিক দক্ষতা যাচাই করা সম্ভব হবে।

ভবিষ্যতে এমন আয়োজন অব্যহত রাখার অনুরোধ জানিয়েছেন অভিভাবকরা। অন্যদিকে সমাজের দুস্থ-অসহায় ব্যক্তিরা হুইল চেয়ার ও নারী উদ্যোক্তারা সেলাই মেশিন পেয়ে উচ্ছাসিত তারা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার প্রমুখ।

এছাড়া উপজেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করে উপজেলা পরিষদ চত্বরে ফুল গাছের চারা রোপণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমের উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও অংশীজনদের সাথে মতবিনিময় করে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর আগে শিবগঞ্জ পৌরসভা চত্বরে ফুল গাছের চারা রোপণের পাশাপাশি কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।