নগরীতে বনসাই প্রদর্শনী শুরু
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তিনদিনের বনসাই প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ভদ্রা পার্কে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাবরিনা নাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু।
স্বাগত বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি রেহানা চৌধুরী। উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হাসেন আলী।
রাজশাহী বনসাই সোসাইটির উদ্যোগে ২৩তম এ আয়োজনে ৪০টি দুর্লভ বনসাই স্থান পেয়েছে। প্রদর্শনীতে উল্লেখযোগ্য গাছের মধ্যে রয়েছে দেশি বট, পাইকর, লাইকড়, শ্যাওড়া, ঘূর্ণিবিচি, তমাল তরু, বৈচি, জিলাপী, তেঁতুল, কামিনী।
এছাড়া বাগানবিলাস, বাওবাব, জেড, চায়না বট, থাইচেরি, কদবেল ও রঙ্গনসহ আরো অনেক প্রজাতির গাছ রয়েছে প্রদর্শনীতে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে। আগামী শনিবার প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হবে। উদ্বোধন শেষে অতিথিরা বনসাই পরিদর্শন করেন।
রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু বলেন, দেশের বিরল প্রজাতির এমন অনেক গাছ আছে, যা কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। আমরা সেই গাছগুলোকে দর্শনার্থীদের কাছে তুলে ধরেছি।
বনসাইয়ের আনন্দ সেখানেই, যা বৃক্ষের আকৃতিকে ছোট ফ্রেমে বেঁধে তা সবাইকে আনন্দ দেয়। একটি বড় আকৃতির বৃক্ষকে যেমন দেখায়, বনসাইয়ের একটি বৃক্ষ সেই আকারে দেখা যায়। দেশের ৮০ শতাংশ বনসাই রাজশাহীর তৈরি দাবি করেন তিনি।











