ঢাকা | নভেম্বর ১২, ২০২৫ - ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

এসিডির শিশু সুরক্ষা সংলাপ অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে শিশু সুরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়।

অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় এসিডির আয়োজনে শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য সহসাথীদের শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে কমিউনিটি সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহাব।

এসিডি প্রকল্প সম্বয়কারী আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং এসিডি টিম লিডার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ, রিভারভিউ কালেটর স্কুলের প্রধান শিক্ষক এনোয়ারা পারভীন, স্যাটেলাইট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুর ইসলাম, রানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, গোদাগাড়ীর সুকবাশিয়া উচ্চ বিদ্যালয়ের শাহনাজ আখতার প্রমূখ।