ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাবি রোভার স্কাউট গ্রুপের নবীন-বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, November 9, 2025 - 10:22 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রোভার স্কাউট গ্রুপের ৪৫তম ইউনিট কাউন্সিলের বিদায় ও ৪৬তম ইউনিট কাউন্সিলের অভিষেক এবং নতুন সহচরদের বরণ রোববার সন্ধ্যায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

রাবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর রেজাউল করিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মোহাম্মদ আতিকুল ইসলাম (আইবিএ) স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া রাবি রোভার স্কাউটের ৪৫তম ইউনিট কাউন্সিলের সভাপতি অরূপ ত্রিপুরা ও নবীন সহচরদের পক্ষে আব্দুল্লাহ আল ফাইয়াদ বক্তৃতা দেন।

এই অনুষ্ঠানে বিদায়ী রোভার ও শ্রেষ্ঠ রোভার সম্মাননা প্রদান, নবীন সহচরদের বরণ ও ৪৬তম ইউনিট কাউন্সিল পরিচিতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদারসহ রোভার স্কাউট লিডারগণ উপস্থিত ছিলেন।