ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূর খোঁজ এক সপ্তাহেও মেলেনি

  • আপডেট: Sunday, November 9, 2025 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের কানপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন হালিমা খাতুন (১৯) নামে এক গৃহবধূ। নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ হালিমা খাতুন বড়গাছী ইউনিয়নের কানপাড়া গ্রামের ইয়াকুব আলী ও মাসুরা বিবির মেয়ে। তিন মাস আগে তার বিয়ে হয় কয়রা গ্রামের আশরাফুলের ছেলে রমজান আলীর সঙ্গে।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত ২ নভেম্বর সকালে হালিমা বাবার বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ মিলছে না। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ হালিমার সন্ধান না পেয়ে ভেঙে পড়েছেন তার পরিবার ও স্বজনেরা।

এবিষয়ে হালিমার বাবা ইয়াকুব আলী বলেন, ‘বিয়ের পর কিছুদিন ভালোই চলছিল। কী হয়েছে বুঝতে পারছি না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু মেয়েকে পাইনি।’ তিনি জানান, মেয়েকে না পেয়ে গত ৫ নভেম্বর পবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হালিমার মা মাসুরা বিবি বলেন, ‘এক সপ্তাহ অইল মেয়ার খোঁজ পাইতাছি না। আমরা শুধু মেয়ারে ফেরত চাই।’

এ বিষয়ে পবা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘এলাকায় জিজ্ঞাসাবাদে জানা গেছে বাবার বাড়ি থেকে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশে হালিমা বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের বিষয়ে একটি জিডি হয়েছে। আমরা তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালাচ্ছি। হালিমার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলেই ব্যবস্থা নেয়া হবে।’