ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

বসুয়ায় মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন

  • আপডেট: Sunday, November 9, 2025 - 9:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকায় গোরস্থানের জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখল নিয়ে গোরস্থান ও মসজিদ কমিটির সাথে দ্বন্দ্ব চলছে একই এলাকার লিখন ও তার স্ত্রী মুসলিমার সাথে। কয়েকমাস ধরে চলা বিবাদমান জায়গাটি নিয়ে ইতিমধ্যেই উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ ও গোরস্থান কমিটির উপস্থিতিতে জায়গাটি নিয়ে বিবাদ সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত মুসলিমার পরিবার সেই সিদ্ধান্ত মেনে নেয়নি।

এ ঘটনার প্রতিকার চেয়ে রোববার বিকেলে সচেতন এলাকাবাসীর ব্যানারে এলাকবাসীসহ মসজিদ ও গোরস্থান কমিটির সদস্যরা অভিযুক্ত মুসলিমার বিরুদ্ধে মানববন্ধন করেছে। বসুয়া জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম নজুর নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে মোজাম্মেল হক, সেলিম, রহমান, আব্দুল ওয়াহাব, রনি, কাজল, শামীম, জার্জিস, ইয়াসিন আলী, কামাল, ফরিদুলসহ মসজিদের মুসল্লিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ৬ কাঠা জমি নিয়ে গোরস্থানটি। এটি মসজিদ কমিটির সভাপতি নজরুলের বাপ দাতার পৈতিক সম্পত্তি। গোরস্থানের পাশেই রয়েছে মুসলিমার এক কাঠার মতো জায়গা। সে এখন গোরস্থানের ছয়কাঠা জমির মধ্য থেকে এক কাঠা জমি জোরপূর্বক কিনতে চাচ্ছে। মসজিদ ও গোরস্থান কমিটি জায়গা বিক্রি করতে অপারগতা প্রকাশ করলে বাধে বিপত্তি। মুসলিমা লোকবল এনে জোরপূর্বক গোরস্থানের এক কাঠা জমি নিজ দখলে নেয়ার চেষ্টা করে।

মসজিদ কমিটি এ নিয়ে আদালতার সহায়তা চাইলে আদালত মসজিদ কমিটির অনুকূলে আদেশ দেন। কিন্তু সেই আদেশ উপেক্ষা করে মুসলিমা ও তার স্বজনরা জোরপূর্বক জায়গা নিজ দখলে নেবার অপচেষ্টা অব্যাহত রেখেছে। গোরস্থানের মতো পবিত্র জায়গাটি রক্ষার্থে মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চেয়েছেন এলাকার মন্ডল মোজাম্মেল ও মসজিদ কমিটির সভাপতি নজরুল।

তবে অভিযোগ অসত্য দাবি করে মুসলিমা বলেন, তাদের অভিযোগ মিথ্যা। ওই এক কাঠা জমিটা আমি আমার খালা শাশুড়ির কাছ থেকে পনেরো বছর আগে কিনেছিলাম। আমার জায়গাটা তারা জোরপূর্বক গোরস্থানের মধ্যে নিতে চাচ্ছে। আমি বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করে আহত করে। এখান থেকে আমার পরিবারকে তারা উচ্ছেদের জন্য নানাবিধ কৌশল চালাচ্ছে। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা করেছি। আগামী ১৯ নভেম্বর এসিল্যান্ড অফিস থেকে বিবদমান জায়গাটি পরিদর্শনে আসার কথা রয়েছে।