ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী মহানগর কৃষকদল ও তাঁতী দলের বৃক্ষরোপন

  • আপডেট: Sunday, November 9, 2025 - 9:25 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির নির্দেশনায় রোববার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর হাজী মোহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন করা হয়।

রাজশাহী মহানগর কৃষকদল ও তাঁতী দলের আয়োজনে অত্র কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

কৃষক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।

তাঁতীদল রাজশাহী মহানগরের সভাপতি মোশারফ হোসেন কাজল এর সঞ্চালনায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, শাহমখদুম থানা বিএনপি’র সভাপতি নাসিম খান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, কৃষকদল রাজশাহী মহানগরের সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ, সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন ইসলাম, যুগ্ম আহবায়ক সিহাব, শাওনসহ কৃষকদল, তাঁতীদল ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।